ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, মে ২৮, ২০১৭
খুলনায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে ৠালি

খুলনা: খুলনায় ৠালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। 

রোববার (২৮ মে) সকাল ১০টায় ‘নিরাপদ প্রসব চাই স্বাস্থ্যকেন্দ্রে চলো যাই’- শ্লোগানে নগরীতে ৠালি অনুষ্ঠিত হয়।

ৠালিটি মহানগরীর দৌলতপুরের সূর্যের হাসি ক্লিনিক থেকে শুরু হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দৌলতপুরের সূর্যের হাসি ফার্মেসির সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) এসব কর্মসূচির আয়োজন করে।

আলোচনা সভা পরিচালনা করেন দৌলতপুরের সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শেখ আব্দুল মালেক।

বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনিরা আক্তার (১, ২ ও ৩ নং ওয়ার্ড), সাহিদা বেগম (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ২৮, ২০১৭
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।