ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টঙ্গীর হাসপাতাল আহসান উল্লাহ মাস্টারের নামে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
টঙ্গীর হাসপাতাল আহসান উল্লাহ মাস্টারের নামে

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নামকরণ করা হয়েছে সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারের নামে।

বৃহস্পতিবার (২২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল’ নামকরণ করে বুধবার (২১ জুন) গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তি জারি করেন মন্ত্রণালয়ের উপ-সচিব হাসান মাহমুদ।

গত ৩০ এপ্রিল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।