ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে পারিবারিক পরিকল্পনা বিষয়ে সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
বরিশালে পারিবারিক পরিকল্পনা বিষয়ে সভা

বরিশাল: সহায়তার মাধ্যমে পারিবারিক পরিকল্পনাকে শক্তিশালীকরণ বিষয়ক প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে মেরিস্টোপস বাংলাদেশের সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ডা. তৈয়বুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.জাকির হোসেন।

সুশীলনের উপদেষ্টা মোসা. লুৎফুন্নেছা হিরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মেরি-স্টোপস বাংলাদেশের বিশেষ প্রোগ্রামের মহাব্যবস্থাপক মো. ইমরুল হাসান খান।

এছাড়া প্রকল্প বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন মেরি-স্টোপস বাংলাদেশের প্রচার ও যোগাযোগ বিভাগের ব্যবস্থাপক মনজুন নাহার।

সহায়তার মাধ্যমে পারিবারিক পরিকল্পনাকে শক্তিশালীকরণ বিষয়ক প্রকল্পের পরিচিতি সভায় জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।