বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক মতবিনিময় সভায় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ঢাকা মেডিকেলের চিকিৎসাসেবা অনেক দূর এগিয়ে গেছে।
হাসপাতালের শয্যা সংখ্যা ২ হাজার ৬'শ থাকলেও রোগী ভর্তি আছে দ্বিগুণ। অতিরিক্ত রোগীর জন্য জনবলের চাহিদা বেশি, কিন্তু যোগান কম।
তিনি বলেন, কিছু ত্রুটি আমাদের আছে। আমার কানেও বেশ কিছু অভিযোগ আসে। তবে প্রতিটি রোগী যাতে শতভাগ চিকিৎসাসেবা পায় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের এ পরিকল্পনা বাস্তবায়ন হবে।
ঢামেক পরিচালক বলেন, অনেক পুরাতন এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন বাতিল করে নতুন ২টি সিটি স্ক্যান, ১টি এমআরআই ও এর পাশাপাশি ৫টি ডায়ালাইসিস মেশিনে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আরও একটি নতুন সিটি স্ক্যান মেশিন আনার পরিকল্পনা চলছে।
লোকবল কম থাকার কারণে অনেক স্পেশাল বয় মেডিকেলে কাজ করেন। যেমন ট্রলি ম্যান, ওয়ার্ডেও কিছু লোক আছে এরা রোগীকে সেবা দিয়ে পয়সা নেন। এজন্য আউট সোর্সিংয়ের মাধ্যমে তাদের কাজ করানো যায় কিনা সে পরিকল্পনা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিমসহ সংগঠনের নেতারা।
মতবিনিময় সভায় ঢামেক পরিচালক ছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. হাবিবুর রহমান, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল পাটুয়ারীসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এজেডএস/আরআর