ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
নীলফামারীতে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

নীলফামারী: নীলফামারীতে কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) দুপুরে জেলা সদরের পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারী ফোরামের সভাপতি আরিফা সুলতানা লাভলী, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. তানজিনা রহমান প্রমুখ।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে বিদ্যালয়ের ৬৭৫ শিক্ষার্থীর মধ্যে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির তহবিল থেকে এসব উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।