শনিবার (৫ আগস্ট) রাতে শিশু দুটির মা সাহিদা বাংলানিউজকে বলেন, আগের চেয়ে আমার তৌফা-তহুরা অনেক ভালো আছে। এতো বড় একটি অপারেশনের পরেও আমার দুই মা আমার দিকে দিকে তাকিয়ে মাঝে-মধ্যেই মিষ্টি হাসি দেয়, হাত পা নাড়ায়।
চোখের আড়াল হলেই বাচ্চা দুটি কান্নাকাটি করে। এমনকি একজনকে কোলে নিলিই আরেকজন শুরু করে দেয় কান্না। বলছিলেন সাহিদা।
তৌফা-তহুরার মা জানান, গত ১০ মাস ধরে তার জোড়া শিশুদের একসঙ্গে কোলে নিয়ে মাসের পর মাস কেটেছে। একসঙ্গে বুকের দুধ খাওয়াতে হতো। চিকিৎসকদের পরামর্শে আজ আলাদাভাবে কোলে নিয়ে বুকের দুধ খাইয়েছি। অবাক হয়ে গেলাম, একটাকে কোলে নিলে আরেকটা কান্না শুরু করে। চোখের আড়াল হলেই কান্নাকাটি।
তৌফা-তহুরাকে বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবারও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এজেডএস/এএ