ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

একজনকে কোলে নিলেই আরেকজন কাঁদে

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, আগস্ট ৫, ২০১৭
একজনকে কোলে নিলেই আরেকজন কাঁদে তৌফা-তহুরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: দুজনের কোমল শরীরের সঙ্গে শরীর যুক্ত ছিলো এতোদিন। জন্মের পর থেকে সবশেষ ছয়দিন হলো তারা আলাদা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের প্রচেষ্টায় গাইবান্ধার সুন্দরগঞ্জের জোড়া শিশু তৌফা-তহুরা এখন স্বতন্ত্র দ‍ুই শিশু। তাদের সবকিছুই এখন আলাদা।

শনিবার (৫ আগস্ট) রাতে শিশু দুটির মা সাহিদা বাংলানিউজকে বলেন, আগের চেয়ে আমার তৌফা-তহুরা অনেক ভালো আছে। এতো বড় একটি অপারেশনের পরেও আমার দুই মা আমার দিকে দিকে তাকিয়ে মাঝে-মধ্যেই মিষ্টি হাসি দেয়, হাত পা নাড়ায়।

ওদের হাত-পায় নাড়ানো দেখে মনে হয়, ওরা যেন তাদের মাকে বলতে চায়, মা আমরা সুস্থ হয়ে গেছি আমাদের কোলে নাও।

চোখের আড়াল হলেই বাচ্চা দুটি কান্নাকাটি করে। এমনকি একজনকে কোলে নিলিই আরেকজন শুরু করে দেয় কান্না। বলছিলেন সাহিদা।

তৌফা-তহুরার মা জানান, গত ১০ মাস ধরে তার জোড়া শিশুদের একসঙ্গে কোলে নিয়ে মাসের পর মাস কেটেছে। একসঙ্গে বুকের দুধ খাওয়াতে হতো। চিকিৎসকদের পরামর্শে আজ আলাদাভাবে কোলে নিয়ে বুকের দুধ খাইয়েছি। অবাক হয়ে গেলাম, একটাকে কোলে নিলে আরেকটা কান্না শুরু করে। চোখের আড়াল হলেই কান্নাকাটি।

তৌফা-তহুরাকে বুকের দুধের পাশাপাশি স্বাভাবিক খাবারও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।