বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ৮ জনকে গণ উপদ্রব আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
র্যাব- ৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান জানান, গত কয়েকদিন ধরে র্যাবের গোয়েন্দা টিম শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নজরদারিতে ছিলো।
আটক দালালদের মধ্যে ৬ জনকে ১৫ দিন করে ও ২ জনকে ৫ দিন করে কারাদণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে ২১ আগস্ট শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের স্টোরে বিক্রি নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ লেখা দুই বস্তা ২০ হাজার পিস সিপ্রো ফ্লক্সাসিন ৫০০ এমজি, ১৭ হাজার পিস এসওমেপ্রাজল ২০ এমজি ওষুধ জব্দ করা হয়। এ সময় পুলিশের দলটিকে ঘুষ দেওয়ার চেষ্টাকালে ৫০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে হাতেনাতে আটক করেছে ডিবি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমআরএম/এমজেএফ