বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটাব জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহাবুবার রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ড. শাওন বিন রহমান, নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল সরকার ও শিক্ষক জুয়েল আহম্মেদ।
সভায় যক্ষ্মা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয় বক্তারা।
বিভিন্ন বিদ্যালয়ের মোট ৩০জন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এ মতবিনিময় সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এমএস/জিপি