ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সমাধান হওয়া বিষয় নিয়ে মাঠ গরম করবেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
সমাধান হওয়া বিষয় নিয়ে মাঠ গরম করবেন না

ঢাকা: তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে বিএনপিকে অযথা মাঠ গরম না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
 

বুধবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা রিপোর্টাস ইউনিটির এক অনুষ্ঠানে এ পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি একটি সমাধান হওয়া বিষয়।

এটা নিয়ে আযথা সময় নষ্ট করবেন না। ইটস এ স্যাটেল ম্যাটার। তত্ত্বাবধায়ক নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এটা আর ফিরে আসবে না। আপনারা জনগণের উপর আস্থা রাখুন। আগামী নির্বাচনে জনগণ যে রায় দেবে আমরা সে রায় মেনে নেবো।
 
সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলীয় সরকারের অধীনে থেকে নির্বাচন করেও হারের ঘটনা রয়েছে। ভারত, আমেরিকায় এমন ঘটনা আছে। আমাদের দেশেও সরকারের অধীনে নির্বাচন করে সিটি কর্পোরেশনে হারার ঘটনা ঘটেছে। সুতরাং সমাধান হওয়া একটা বিষয় নিয়ে অহেতুক মাঠ গরম করার চেষ্টা করবেন না। জনগণ এখন আন্দোলনে বিশ্বাস করে না। দশ বছর আগে এটা সম্ভব ছিলো। হরতালে এখন কাজ হয় না। সামনে আমরা হরতাল দিলেও হয়তো আর কাজ হবে না।
 
সাগর-রুনি মিলনায়তনে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  
 
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা রিপোর্টাস ইউনিটির কার্যকরী সদস্য নুরুল ইসলাম হাসিবের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা।  
 
এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিআরইউ সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ন্যাশনাল হেলথ কেয়ার নেটওর্য়াকের সিইও ডা. এম এ সামাদ, বারডেম হাসপাতালের এন্ডোক্রিনোলোজি বিভাগের প্রধান ফারুখ পাঠান, নভো নরডিক্সের ম্যানেজিং ডিরেক্টর আনন্দ শেঠী এবং লায়ন্স ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৭
এসআইজে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।