ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আবদুল হামিদ মেডিকেল কলেজে নিওনেটাল বিভাগ চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
আবদুল হামিদ মেডিকেল কলেজে নিওনেটাল বিভাগ চালু আবদুল হামিদ মেডিকেল কলেজে নিওনেটাল বিভাগ চালু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে নিওনেটাল বিভাগ চালু করা হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে বিভাগটি উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

নতুন এই বিভাগ চালু উপলক্ষে কলেজ মিলনায়তনে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ ডা. আ.ন.ম. নৌশাদ খানের সভাপতিত্বে সেমিনারে নিওনেটাল বিষয়ে আলোচনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এর সিনিয়র নির্বাহী ডা. মো. লিপু সারোয়ার।

সেমিনারে উপস্থিত ছিলেন-জেলা বিএমএ’র সভাপতি ডা. মাহবুব ইকবাল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. দীন মোহাম্মদ, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, ডা. নজরুল ইসলাম ফকির. ডা. মো. মহসীন. ডা. সুফিয়া খাতুন ও ডা. এম.এ. ওয়াহাব বাদল।

শ্বাসকষ্ট, কম ওজন ইত্যাদি সমস্যা নিয়ে জন্ম নেওয়া বাচ্চাদের জন্মের পর ২৮ দিন পর্যন্ত নিওনেটাল বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।