ডিজঅ্যাবল্ডরিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন’র (ডিআরআরএ) আয়োজনে লিলিয়ানা ফন্ডস, দি নেদারল্যান্ডস এর সহযোগিতায় ও জনসেবা স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জনসেবা স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা. জুলফিকার হায়দার, মিরপুর প্রেসক্লাবের সহ সভাপতি কাঞ্চন কুমার, ডিজঅ্যাবল্ডরিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন’র (ডিআরআরএ) কর্মকর্তা ডা. দেবাশীষ দাস, প্রতিবন্ধী বিষয়ক প্রকল্পের সুপারভাইজার আল-আমিন, হাফিজ আল মামুন, জনসেবা স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার সিএইচডিআরপি মজিবর রহমান প্রমুখ।
দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্পে প্রায় ৮৫ জন শ্রবণ প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৭
আরএ