ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিশ্ব এইডস দিবসে বরিশালে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
বিশ্ব এইডস দিবসে বরিশালে র‌্যালি বিশ্ব এইডস দিবসে বরিশালে র‌্যালি

বরিশাল: ‘স্বাস্থ্য আমার অধিকার’ এ স্লোগানে বরিশালে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় শহরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে থেকে র‌্যালি বের করা হয়।

জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাউন কম্পাউন্ডস্থ স্বাস্থ্য অধিদফতরের ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়।

পরে সকাল সাড়ে ১০ টার দিকে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক  (ডিসি) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ূন কবির, ডেপুটি সিভিল সার্জন ডা. শ্যামল চন্দ্র মন্ডল, বরিশাল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেলোয়ার হোসেন প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।