ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

নেত্রকোনায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
নেত্রকোনায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’

নেত্রকোনা: ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নেত্রকোনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন।

নেত্রকোনার সিভিল সার্জন বাংলানিউজকে জানান, ওই ক্যাম্পেইনে জেলার ১০টি উপজেলার ৮৬টি ইউনিয়নে স্থায়ী-অস্থায়ী ও ভ্রাম্যমাণ টিম পরিচালনা করে ৩৫৬৫৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৬-১১ মাসের ৩৬৬২২ জন শিশু খাবে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২-৫৯ মাসের ৩১৯৯৭২ জন শিশু খাবে ১টি করে লাল রঙের ক্যাপসুল।

শনিবার ছাড়াও জেলার দুর্গম অঞ্চল মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কেন্দুয়ায় পরবর্তী আরো চারদিন চলবে এই ক্যাম্পেইন।

সবমিলিয়ে ভিটামিন এ ক্যাম্পেইন বাস্তবায়নে ২২৬৪টি কেন্দ্রে ৪৫২৮ জন কর্মী কাজ করবেন।

তিনি আরো জানান, অন্ধত্ব থেকে রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের সুরক্ষা এমনকি মৃত্যু ঝুঁকি কমায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad