বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলি ও পার্টনার ইন ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম এতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড। তার ভারত সফরের সময় ভারত সরকারের সঙ্গে এই ৩৬টি ক্লিনিক নির্মাণের চুক্তি হয়েছিলো। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র’।
‘২০৩০ সালের মধ্যে সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতের যে লক্ষ্য, তা পূরণে এ উদ্যোগ সফল হবে। এতে অন্য বন্ধু রাষ্ট্রগুলোও উৎসাহিত হবে’।
সাইক্লোন সেন্টারের আদলে হাওর এলাকায় ৫২০ বর্গমিটার আয়তনের ক্লিনিকগুলো তৈরি হবে। এতে পুরুষ ও নারীদের জন্য আলাদা দু’টি বিশ্রামাগার, স্বাস্থ্যকেন্দ্র ও পরিবারকল্যাণ কেন্দ্র থাকবে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরএম/এএসআর