শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন নেতা বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা সেবা দিয়ে যাচ্ছেন।
বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ ভ্রমণ ভাতা, ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগের নিশ্চয়তা ও ১০ শতাংশ পোষ্য কোটা প্রবর্তনের দাবিতে তারা এ আন্দোলন করছেন।
প্রাধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি এসব দাবি জানিয়ে ৩১ ডিসেম্বরের তা না মানলে ১ জানুয়ারি থেকে সারাদেশে টিকাদান বন্ধ থাকবে বলে ঘোষণা দেন দাবি বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক এনায়েত রাব্বী লিটন ও সদস্য সচিব মোর্শেদুল আলম।
এর আগে হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের বিভাগ ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এসএ/এএ