অ্যাপোলো হসপিটাল
ঢাকা: মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত) ও অনুমোদনহীন ওষুধ রাখায় রাজধানীর বারিধারায় অ্যাপোলো হসপিটালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে হসপিটালটির কর্তৃপক্ষকে এ জরিমানা করেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে র্যাব সদরদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম সাংবাদিকদের জানান, সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অ্যাপোলো হসপিটালে অভিযান চালানো হয়।
এসময় তাদের ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ ও চার মাস মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া যায়। এই অনিয়মের কারণে হসপিটাল কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযানকালে একটি বেসরকারি টেলিভিশনের দুই সংবাদকর্মী হসপিটালের ভেতরে যেতে চাইলে তাদের বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এমনকি তাদের সঙ্গে ধাক্কাধাক্কিতেও জড়ান অ্যাপোলোর নিরাপত্তারক্ষীরা।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সংবাদকর্মীদের সঙ্গে আচরণটা দুঃখজনক, এ ধরনের আচরণ উচিত নয়। ভুল বোঝাবুঝি যেন আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অভিযানকালে র্যাবের সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের দুই জন করে প্রতিনিধি।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসজেএ/এইচএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।