বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অধ্যক্ষ অধ্যাপক ডা. এমএ আজিজ আব্বাসকে দেখতে এসে সার্জিক্যাল টিম গঠন করার নির্দেশ দেন বলে বাংলানিউজকে জানান ওই হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল।
ওই সার্জিক্যাল টিমে হাসপাতালটির সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান মে. জে. (অব) অধ্যাপক ডা. এমএ বাকীকে প্রধান করে টিম গঠন করে।
এরআগে, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে অধ্যাপক ডা. এমএ আজিজ আব্বাসকে দেখতে হাসপাতালটির ১০০৭ নং কেবিনে আসেন। এরপর বিকেল সাড়ে ৩টায় আব্বাসকে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীনের অধীনে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওইদিন রাত ৮টায় সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এমএ বাকীর অধীনে চিকিৎসার জন্য নির্দেশনা দেন।
**আব্বাসের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে সিরাজুল ইসলাম মেডিকেল
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৮
এনটি