শনিবার (২৪ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজি সোসাইটির আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এ আহ্বান জানান তারা।
সংগঠনটির সভাপতি প্রফেসর চৌধুরী ইয়াকুব জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কামরুল হাসান খান।
সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে সরকারের দায়িত্ব চিকিৎসাসেবার মান উন্নয়ন করা। পাশাপাশি ক্যানসার রোগীদের ক্ষেত্রে আলাদা বাজেটের প্রয়োজন। কেননা এ রোগে চিকিৎসার খরচ অনেক ব্যয়বহুল। দিনদিন এ খরচ বাড়ছেই। বিএসএমএমইউতে যদি গবেষণা ক্যাম্পাস পর্যন্ত সীমাবদ্ধ রাখে তাহলে তা অবিচার হবে। এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়া উচিৎ। এজন্য বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে বিশেষ করে পেডিয়াট্রিক বিষয়ক ল্যাবরেটরি প্রয়োজন। কারণ এ সমস্যা দিনদিন বাড়ছেই। পেডিয়াট্রিক চিকিৎসাসেবার ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের অনেক বেশি আন্তরিক হতে হবে। এক্ষেত্রে রোগের ডায়গনসিসের ক্ষেত্রে আরও মনোযোগী হতে হবে। কারণ সবরোগই স্পর্শকাতর কিন্তু এই বিষয়টা একটু বেশি।
বক্তারা আরও বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের কথা দিয়েছিলেন মেডিকেল কলেজ ও ল্যাব বাড়ানোর হবে। কিন্তু বেশিরভাগই তা বাস্তবায়ন হয়নি। কারণ প্রফেশন বিভাজিত হয়ে গেছে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে যুগান্তকারী পদক্ষেপ রেখেছেন। বর্তমানে বাংলাদেশে মেডিকেল কলেজের সংখ্যা অনেক বেড়েছে। ১৯৯৭ সালে বিএসএমএমইউ প্রতিষ্ঠিত করেছেন ও এ কার্যক্রমে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিএসএমএমইউ’র পেডিয়াট্রিক বিভাগের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. এম এ মান্নানকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
এমএএম/এএটি