ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

তালতলী ২০ শয্যা হাসপাতালে আন্ত ও বহির্বিভাগ চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
তালতলী ২০ শয্যা হাসপাতালে আন্ত ও বহির্বিভাগ চালু তালতলী ২০ শয্যা হাসপাতালে আন্ত ও বহির্বিভাগ চালু

বরগুনা: বরগুনার তালতলীতে ২০ শয্যা হাসপাতালের আন্ত ও বহির্বিভাগ চালু হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা-০১ এর সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু হাসপাতালের বিভাগ দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তালতলী হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মতিনের সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে বরিশাল স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. সুশান্ত কুমার রায়, বরগুনার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিল হাওলাদার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম সরোয়ার, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবী-উল-কবির জমাদ্দার বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।