মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. পলাশ মজুমদার বাপ্পী বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত শহরের একটি চক্ষু হাসপাতালে পাঁচ সদস্যের মেডিকেল টিম নিয়ে চোখে ছানি পড়া ৩০ নারী-পুরুষকে বিনামূল্যে অপারেশন করা হয়।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান উপস্থিত থেকে এ চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম আশরাফুল আলম, নেত্রকোনা সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিয়র রহমান খান, প্রবীণ চিকিৎসক এমএ হামিদ খান, শিক্ষক মোহাম্মদ সায়েদুর রহমান, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য সাবেক পৌর কাউন্সিলর এসএম মহসিন আলম, মাজহারুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচআর খান পাঠান সাকি, সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৮
টিএ