ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

কমলগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
কমলগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার গোপালনগরস্থ এই স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক চিফ হুইপ উপাধক্ষ আব্দুস শহীদ এমপি, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান,  জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ প্রমুখ।

পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।