ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নেত্রকোনা সদর হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
নেত্রকোনা সদর হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিচ্ছে আধুনিক সদর হাসপাতাল।

বুধবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যালি ও আলোচনা সভার পর ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।

জেলার সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম খান এসব কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন নিলোৎপল তালুকদার, ডা. আব্দুল মোতালেব, ডা. একরামুল হাসান, ডা. মৃদুল দেবনাথ প্রমুখ।

সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান বাংলানিউজকে জানান, বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার আলোকে আধুনিক সদর হাসপাতালে পাঁচ দিনব্যাপী নানা রকম স্বাস্থ্য সেবা পাচ্ছেন রোগীরা। পাশাপাশি রোগী ও তাদের স্বজনদের নিয়ে সচেতনতামূলক খোলামেলা আলোচনা করা হবে। আজকের এ সভায় নন-কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।