ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কুড়িগ্রামে যক্ষ্মা দিবসে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
কুড়িগ্রামে যক্ষ্মা দিবসে র‌্যালি-সভা র‌্যালি। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মার্চ) কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ১৩টি সংগঠনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছা সুলতানা পারভীন।

সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম আনোয়ারুল হক প্রামাণিক, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজিনা বেগম, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, নাটারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, ডা. নজরুল ইসলাম, ডা. শাহীন সাজ্জাদ প্রমুখ।

সভায় বক্তরা সবাইকে যক্ষ্মা সম্পর্কে সচেতন ও এ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।