ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিরল রোগে আক্রান্ত আব্বাসের চিকিৎসায় মেডিকেল বোর্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
বিরল রোগে আক্রান্ত আব্বাসের চিকিৎসায় মেডিকেল বোর্ড বিরল রোগে আক্রান্ত আব্বাস শেখ

মাদারীপুর: মালিবাগে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন মাদারীপুরের বিরল রোগে আক্রান্ত কিশোর আব্বাস শেখের (১৩) চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

হাসপাতালটির সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এম এ বাকীকে সভাপতি করে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

রোববার (১ এপ্রিল) বেলা ১১টায় হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের কক্ষে এ বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (৩১ মার্চ) সকাল ১০টায় হাসপাতালটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) প্রিন্সিপাল ডা. এম এ আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন হসপিটালটির জনসংযোগ কর্মকর্তা সুব্রত মণ্ডল।

প্রিন্সিপাল ডা. এম এ আজিজ এর বরাত দিয়ে সুব্রত মণ্ডল জানান, বিরল রোগে আক্রান্ত কিশোর আব্বাস শেখের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ইতোমধ্যে এ মেডিকেল বোর্ডের সদস্যদের দাপ্তরিকভাবে জানানো হয়েছে। তারা সবাই রোববার বেলা ১১টায় একটি বোর্ড করার সিদ্ধান্ত নিয়েছেন।

অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, এ মেডিকেল বোর্ডে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ৭ জন ও অন্যান্য প্রতিষ্ঠানের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

এদিকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের প্রশাসন বিভাগের উপ পরিচালক ডা. আব্দুল মৃধা স্বাক্ষরিত এক আদেশে আব্বাস শেখের চিকিৎসায় ১৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসার তালিকা প্রকাশ করা হয়েছে।

১৩ সদস্যের মেডিকেল বোর্ডে যারা থাকছেন:
ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগের প্রধান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এম এ বাকী (বোর্ড সভাপতি), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়েট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিন, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এনেস্থেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মেহতাব আল ওয়াদুদ, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. তারেক মাহমুদ ভূঞা, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম খোদেজা নাহার বেগম, সাজারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম রুহুল আমীন, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাবরীনা ইয়াসমীন, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ সেলিম মাহমুদ, শিশু বিভাগের প্রধান ডা. রোজিনা আক্তার, ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তৌহিদা নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাস্কুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাকিবুল হাসান (অপু)।

উল্লেখ্য, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিরল রোগে আক্রান্ত  মাদারীপুরের রাজৈর উপজেলার আব্বাস শেখকে নিয়ে বাংলানিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ আজিজ স্যারের নজরে আসে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রুবাইত ইসলাম মন্টির পরামর্শে আব্বাসকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে চিকিৎসার দায়িত্ব নেন।

২১ ফেব্রুয়ারি থেকে আব্বাস শেখ ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।