মঙ্গলবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা জানান, খাদ্যের সঙ্গে পুষ্ঠির নিরাপত্তার বিষয়টি সরাসরি জড়িত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহসিন আলী, সহ-সভাপতি শাহিনা আক্তার ডলি, আতাউর রহমান লিটন, সৈয়দ তরিকুল ইসলাম, কানিজ ফাতেমা, মীর নেওয়াজসহ প্রমুখ।
এ সময় বক্তারা খাদ্যের সঙ্গে পুষ্টি নিরাপত্তা, নিরাপদ খাদ্য এবং খাদ্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক সমাজের প্রতি সুপারিশমালা উত্থাপন করেন। সুপারিশগুলো হলো- দারিদ্র্য প্রবণ এলাকা ও জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাসহ দারিদ্র্য বিমোচনে বহুমুখী কর্মসূচি গ্রহণ। নারী ও শিশুদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে উপকারভোগী নির্বাচন নিশ্চিত করা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পুষ্টিকর খাদ্যসহ সব ক্ষেত্রে যথাযথ পূর্ব প্রস্তুতি নিশ্চিত করা। বরাদ্দ অনুযায়ী উপকারভোগীদের খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি গঠন করা। নিরাপদ খাদ্য আইন ও জনগণের করণীয় সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা। নিরাপদ খাদ্যের ক্ষেত্রে অপরাধীদের আইনানুগ শাস্তি প্রদান করা। খাদ্য অধিকার আইন প্রণয়ন করতে হবে। এসডিজি'র এক ও দুই নম্বর লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে রাষ্ট্রের যথাযথ উদ্যোগ নিশ্চিত করা।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
এমএএম/এসএইচ