রোববার (৮ জুলাই) বেলা ১১টায় সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে।
জানা যায়, জয়পুরহাট সদরের বানিয়াপাড়ার খাঁ পাড়া গ্রাম থেকে ক্যানসারে আক্রান্ত রোগী আকবর হোসেনকে ব্লাড ট্রান্সমিশনের জন্য নিয়ে আসেন তার বড় ছেলে মেহেদুল ইসলাম ও অন্যান্য স্বজনরা।
তাদের সঙ্গে মারমুখী আচরণ করে। পরে ওই রিপোর্ট ঘষে মেজে সংশোধন করে দেয়।
এ বিষয়ে রোগীর বড় ছেলে মেহেদুল ইসলাম বলেন, ভুল রিপোর্টের কারণ জানতে চাইলে তারা আমাদের ওপর মারমুখী
হয়। পরে তাদের দেওয়া রিপোর্টটি কেড়ে নিয়ে ভুল সংশোধন করে দেয়। একটি সরকারি হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তিদের এমন হটকারী সিদ্ধান্তে তারা হতবাক হয়েছেন বলেও জানান মেহেদুল ইসলাম।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক মুসা আল মানসুর বাংলানিউজকে জানান, বিষয়টি আমি অনেক পরে জেনেছি। আর জানার পর ওই রোগীর সঙ্গে দেখা করেছি এবং রোগীর স্বজনদের সঙ্গে কথাও বলেছি। এমন ভুল যেন আগামীতে আর কখনোই না
হয়, সেদিকে খেয়াল রাখা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
আরএ