শনিবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে নগরের জুমির খান সড়কে নগর স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান।
এ সময় সিটি করপোরেশনের সচিব ইসরাইল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান এবং ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ উপস্থিত ছিলেন।
এবারে বরিশাল জেলার ১০ উপজেলায় ৩ লাখ ৪ হাজার ৩৩১ জন ও সিটি এলাকায় ৪৯ হাজার ২২৫জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ১০ উপজেলায় ০৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৪৯৯ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭১ হাজার ৮৩২ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এদিকে সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৯৫০ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ২৭৫ শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
অপরদিকে বরিশাল বিভাগের পটুয়াখালীর জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৯৬৬ জন শিশু এবং ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ২৬ হাজার ৪০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ঝালকাঠি জেলায় মোট ৯৪ হাজার ৩৩ জন শিশুর মধ্যে ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৫২৯ শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৫০৪ শিশুকে ১টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এমএস/এএটি