ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গাছতলায় সন্তান প্রসব: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
গাছতলায় সন্তান প্রসব: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা না পেয়ে হাসপাতাল ভবনের সামনের গাছতলায় সন্তান প্রসবের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

সোমবার (১৩ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোস্তাফিজুর রহমানকে প্রধান করে স্বাস্থ্য অধিদপ্তর এ তদন্ত কমিটি গঠন করে।

কমিটিকে তিন কার্য্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন>>হাসপাতালে ঠাঁই না মেলায় বাইরে সন্তান প্রসব, তদন্ত কমিটি

তিন সদস্যের কমিটির বাকি সদস্যরা হলেন-স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক (ডিডি) ডা. আবু জাফর ও সহকারী পরিচালক ডা. মাহবুবুর রহমান।  

এ ঘটনায় এ নিয়ে তিনটি তদন্ত কমিটি গঠিত হলো। এর আগে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার গুপ্তর নেতৃত্বে একটি এবং ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হকের নেতৃত্বে আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।