ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

ঢাকা (সাভার): সাভারে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। 

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে স্বপ্ন-প্রতিবন্ধী ব্যক্তি বান্ধব ইউনিয়ন শীর্ষক আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাভার পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রাইড প্রকল্প নামে একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে সমাজের স্বপ্ন-প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্দেশ্যে তাদের মাঝে হুইল চেয়ার, সাদা ছড়ি, সেলাই মেশিন বিতরণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি, সিআরপির কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।