বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকেলে মহানগরীর লক্ষ্মীপুরে ‘নারায়না ই-হেলথ সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা অনেক দূর এগিয়েছি।
মেয়র বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন হয়নি। এখন আমার শিল্পায়ন করার পরিকল্পনা আছে। তবে আমরা চিকিৎসাসেবা দিয়ে রাজশাহীকে বাঁচিয়ে রাখতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. দেবাশীষ রায়, অ্যাডভোকেট আরমান আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আলমগীর প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, এখন থেকে এই ‘নারায়না ই-হেলথ সেন্টার’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলা যাবে। কেবল তা-ই নয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের বিখ্যাত ডা. দেবী শেঠির রোগীরা রাজশাহী থেকেই পরবর্তী চিকিৎসা-পরামর্শ সেবা নিতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
এসএস/টিএ