ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মান্দায় জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মান্দায় জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম জোড়া লাগানো যমজ কন্যাশিশু। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতিসহ বাচ্চা দু’টি সুস্থ রয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার ফয়সাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে জোড়া লাগানো শিশু দু’টি জন্ম হয়।  

ওই উপজেলার চককামদেব গ্রামের সবুজ হোসেন সরদারের স্ত্রী ফরিদা বেগমের (২৫) অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে শিশু দু’টি জন্ম দেন।

ফয়সাল ক্লিনিকের চিকিৎসক আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, সিজারিয়ানের মাধ্যমে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট জোড়া লাগানো যমজ কন্যাশিশুর বের করেন চিকিৎসকরা। অপারেশনের পর প্রসূতি ও বাচ্চা দু’টি সুস্থ রয়েছে। পরে আধুনিক চিকিৎসার জন্য শিশু ও মাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামে) হাসপাতালে পাঠানো হয়েছে।  

আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অপারেশনের মাধ্যমে শিশু দু’টিকে আলাদা করা সম্ভব বলেও জানান তিনি।

এদিকে জোড়া লাগানো শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে শিশু দু’টিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায় ওই ক্লিনিকের সামনে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।