মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতো দ্রুত সম্ভব দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সব মেডিকেল কলেজের কাজ শেষ করা হবে।
তিনি বলেন, মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। সেজন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে কিডনি বিভাগ করা হবে। গ্রাম এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যে ইশতেহার ঘোষণা করেছে, স্বাস্থ্য বিভাগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসই/আরবি/