ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে ২ লাখ ৩৫ হাজার শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছে ২ লাখ ৩৫ হাজার শিশু শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে, ছবি: বাংলানিউজ

ফেনী: সারাদেশের মতো ফেনী জেলায়  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২ লাখ ৩৫ হাজার ১শ’ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

শনিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।  

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন হাসান শাহিরয়ার কবির।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঁইয়া কাউসার।

এসময় উপস্থিত আরো ছিলেন ফেনী সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ফেনী পৌরসভার মেডিকেল কর্মকর্তা কৃষ্ণপদ সাহা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা রুবাইয়াত বিন করিম, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সানজিদা আক্তার, ফেনী সিএস কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মো. চৌধুরী, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. মিজানুর রহমান।

ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় জানাচ্ছে, ৬ থেকে ১১ মাস বয়সী ২৬ হাজার ৯শ’ জন, ১২থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ আট হাজার ২শ’ জন শিশুকে টিকা খাওয়ানো হবে।

জেলায় ১১০৫টি অস্থায়ী ও ২৪টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ২০০ জন এফডাব্লিউওকর্মী, ১০৮ জন স্বাস্থ্য সহকারী, ৪২ জন এএইচআই, ১২ জন এইচআই, ৬ জন ভ্যাকসিনেটর, দুই হাজার ২৪২ জন স্বেচ্ছাসেবক এ সেবায় নিয়োজিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।