ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ’তে বিদেশি চিকিৎসকদের এনজিওপ্লাস্টি ৬ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
বিএসএমএমইউ’তে বিদেশি চিকিৎসকদের এনজিওপ্লাস্টি ৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফাইল ফটো

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের ক্যাথল্যাবে আগামী বুধবার (৬ মার্চ) কিছু সংখ্যক হৃদরোগীর করোনারি এনজিওপ্লাস্টি করবেন বিদেশি চিকিৎসকরা। 

আগ্রহী রোগীদের বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যে বিএসএমএমইউ’র ডি ব্লকের চারতলায় কার্ডিওলজি বিভাগের রুম নং-৪১৮ তে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনজিওপ্লাস্টি করবে চীন, জাপান, সুইডেনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এনজিওপ্লাস্টি ছাড়াও হৃদরোগ বিষয়ে চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে এক বৈজ্ঞানিক সেমিনারেও অংশগ্রহণ করবেন এ চিকিৎসকরা।

আগামী শুক্রবার (৮ মার্চ) বিএসএমএমইউ’তে হৃদরোগের গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন ও বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের যৌথ উদ্যোগে সেমিনারের আয়োজন করবে।  

সেমিনারে উপস্থিত থাকবেন চীনের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. ইয়াংজিয়াউ, যুক্তরাজ্যের অধ্যাপক ডা. রাজিস এম ডাবি, সুইডেনের ডা. গোরান অলিভেক্রোন, জাপানের ডা. থাকসি আকাসা, অধ্যাপক ডা. পেটার ক্লেমম্যানসিন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।