রোববার (১০ মার্চ) সকাল থেকে জেলার চার উপজেলা ও রাঙ্গামাটির লংগদু উপজেলার ২৫০ রোগীকে এ চক্ষুসেবা দেওয়া হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এ চক্ষুসেবার আয়োজন করে।
এ উপলক্ষে রোববার দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অডিটরিয়ামে আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, সিভিল সার্জন ড. ইদ্রিস মিয়া, লায়ন মো. হাবিব, পৌরসভার মেয়র রফিকুল আলম, লে. কর্নেল মিজানুর রহমান।
প্রতিবছরই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে থাকে সেনাবাহিনী।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
ওএইচ/