ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

১৭ মার্চ সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, মার্চ ১৩, ২০১৯
১৭ মার্চ সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে রোববার (১৭ মার্চ) সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

বুধবার (১৩ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব সরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নির্দেশে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
 
অন্য কর্মসূচির মধ্যে সব হাসপাতালে মানসম্মত খাবার পরিবেশন করা, শিশু ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করা এবং বিভিন্ন স্থাপনায় ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।