রোববার (১৭ মার্চ) এ বিষয় কথা হয় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের সঙ্গে।
তিনি জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাসপাতালে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
পরিচালক আরও জানান, হাসপাতালের রোগীদের মধ্যে বিশেষ খাবার দেওয়া হয়েছে। খাবারের মধ্যে আছে পোলাও, রোস্ট, মুরগির রেজালা, ডিমের কোরমা। ছিলো মিষ্টিও।
এছাড়া শিশু ওয়ার্ডগুলোও সুসজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিভিন্ন ফেস্টুন-ব্যানার টাঙানো হয়েছে এবং তাতে লিখা রয়েছে 'খুশির দিন সুখের দিন বঙ্গবন্ধুর জন্মদিন'। বঙ্গবন্ধুর জন্মদিন হাসি-খুশিতে হউক রঙিন। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (ঢামেক শাখার) কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী বাংলানিউজকে জানান, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
সকালে দিকে ঢামেক জরুরি বিভাগের কার্যালয় জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট আবুল খায়ের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক দীপু সারওয়ার।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এজেডএস/এএটি