শুক্রবার (০৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে নিবন্ধনকৃত চক্ষু রোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলার নিপীড়িত, বঞ্চিত আর অবহেলিত মানুষের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে পাঁচটি মৌলিক অধিকারের কথা লিপিবদ্ধ করেছিলেন এবং অধিকারগুলো বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা লে. জেনারেল এম হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, ওসি মনিরুল ইসলাম, রোটারি ক্লাবের প্রেসিডেন্ট মিজানুর রহমান ভুইয়া, ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, কাউন্সিলর দেদার হায়াত বেনু, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ০৩, ২০১৯
এনটি