ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নোয়াখালী হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ৯ রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
নোয়াখালী হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ৯ রোগী

নোয়াখালী: গত কয়েকদিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে ডেঙ্গুর জীবাণু নিয়ে কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত নোয়াখালী জেনারেল হাসপাতালে নয়জন রোগী জ্বর নিয়ে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।  

হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় তিন জনসহ এ কয়েকদিনে নয়জন রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে প্রায় সবার শরীরেই ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে। তবে এদের মধ্যে কোনো নারী বা শিশু নেই। ভর্তি রোগীরা সবাই ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালীতে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তরা এখন হাসপাতালের চিকিৎসা নিয়ে ভালোর দিকে রয়েছেন। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশুনা করছেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।