বুধবার (৩১ জুলাই) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
তিনি বলেন, ঢামেকে বাইরের হাসপাতাল থেকে অনেক ‘ক্রিটিক্যাল কেস’ আসে, যেগুলো আগে থেকেই খারাপ অবস্থায় থাকে।
একেএম নাসির উদ্দিন বলেন, ঢামেকে সবসময়ই রোগীর চাপ থাকে। সে অনুযায়ী আমাদের ‘ক্যাপাসিটি’ বাড়াচ্ছি। হাসপাতালের ডাক্তার, নার্স সবাইকেই আগাম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে অনেক যন্ত্রপাতি দিয়েছে। সেগুলো কাজে লাগাচ্ছি। আরও বেশি রোগী আসলেও হাসপাতাল তাদের চিকিৎসা দিতে প্রস্তুত।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা জালাল মহিউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এজেডএস/একে