ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ঢামেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢামেক হাসপাতালের পরিচালক। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ভর্তি হয়েছেন ১৫৫ রোগী। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২৩৯৫ জন। এছাড়া, বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন অনেকে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

তিনি বলেন, ঢামেকে বাইরের হাসপাতাল থেকে অনেক ‘ক্রিটিক্যাল কেস’ আসে, যেগুলো আগে থেকেই খারাপ অবস্থায় থাকে।

এজন্য এখানে মৃত্যুর সংখ্যা বেশি। তবে, আমরা খুবই সফলভাবে এসব সামলাচ্ছি। রোগীদের আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা দেওয়া হচ্ছে।

একেএম নাসির উদ্দিন বলেন, ঢামেকে সবসময়ই রোগীর চাপ থাকে। সে অনুযায়ী আমাদের ‘ক্যাপাসিটি’ বাড়াচ্ছি। হাসপাতালের ডাক্তার, নার্স সবাইকেই আগাম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে অনেক যন্ত্রপাতি দিয়েছে। সেগুলো কাজে লাগাচ্ছি। আরও বেশি রোগী আসলেও হাসপাতাল তাদের চিকিৎসা দিতে প্রস্তুত।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা জালাল মহিউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।