ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

স্বাস্থ্য

আইএইচটিতে বঙ্গবন্ধু কর্নার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
আইএইচটিতে বঙ্গবন্ধু কর্নার আইএইচটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করছেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন

রাজশাহী: রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ফলক উন্মোচন ও ফিতা কেটে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন মেয়র খায়রুজ্জামান লিটন।

এরপর শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি গাছের চারা রোপন করেন তিনি।

এসময় আইএইচটির অধ্যক্ষ ডা. ফারহানা হক, সহযোগী অধ্যাপক ডা. সাথী কুমার রওশান কামাল, আবু সায়েম শাহ আমানত উল্লাহ, ডা. আনোয়ারুল ইসলাম, ডা. মজিবর রহমান, শিক্ষক আবু রায়হান, আলাউদ্দীন, আতিয়ার রহমান, সহিদুল ইসলাম বেলাল ও রশিদুল হাসান রাসেল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।