সোমবার (০৫ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মুসলিমপাড়ায় ৪৬টি পরিবারের মধ্যে ল্যাট্রিন বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম।
খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন জানান, বন্যায় খাগড়াছড়ি সদর উপজেলায় ১৩৪টি নলকূপ, ৭৩টি রিংওয়েল ও ৬৫০টি ল্যাট্রিন, দীঘিনালায় ৭৩টি নলকূপ, ৩২টি রিংওয়েল ও ৪২০টি ল্যাট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যায়ক্রমে এসব ল্যাট্রিন, নলকূপ ও রিংওয়েল মেরামত করার পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এডি/এএটি