বুধবার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ সার্জারির উদ্বোধন করেন ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার।
আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক কুর্মিটোলা হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. সামী আল হাসান, সার্জারি কনসালট্যান্ট ডা. সবুজ কুমার পাত্র, ভোলা সদর হাসপাতালের গাইনি কনসালট্যান্ট সার্জারি ডা. সাইফুর রহমানসহ হাসপাতালের একদল চিকিৎসক অপারেশ কার্যক্রমে অংশ নেন।
চিকিৎসা নেওয়া ৬ জনের মধ্যে তিনজন জেনারেল সার্জারি এবং ৩ জন গাইনি বিষয়ক রোগী ছিলেন।
প্রথম দিনে শামীম নামে এক যুবকের এপেনডিসাইটিস, খাদিজা নামে এক নারীর পিত্তথলির পাথর অপসারণ সফলভাবে সম্পন্ন হয়। এছাড়াও উম্মে হালিমা, সুমাইয়া বেগম ও ইয়াসমিন গাইনি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, ভোলার একশ শয্যা হাসপাতালের জন্য ল্যাপারোসকপিক সার্জারি মেশিনপত্র দেওয়ার পর প্রথম দিনেই ৬ জনকে অপারেশন করা হয়। পুরোপুরি বিনা পয়সায় এ অপারেশন সেবা পাচ্ছেন রোগীরা। আগে বাইরে থেকে এসব অপারেশন করতে রোগীদের গড়ে অন্তত ৫০/৬০ হাজার টাকা খরচ হতো। এখন থেকে দরিদ্র রোগীরা বিনামূল্যে এ সেবা পাবেন।
এদিকে পুরোপুরি বিনামূল্যে সরকারিভাবে এমন আধুনিক সেবা পাওয়াতে আনন্দ প্রকাশ করছে স্থানীয় জনসাধারণ। তারা মনে করছেন, কোনো রকম ভোগান্তি ছাড়াই খুব সহজে হাতের লাগলে এমন চিকিৎসা সেবা পেয়ে সময় এবং অর্থ খরচের হাত থেকে রক্ষা পবেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসএইচ