ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
ঢামেকে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী

ঢাকা: ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এখনো প্রায় প্রতিদিনই রোগীরা চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এ হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন। এ রোগে হাসপাতালটিতে সর্বমোট ভর্তি আছেন ৮৭ জন।

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে এ বিষয়ে কথা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের সঙ্গে। তিনি জানান, এখনো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।

তবে আগের তুলনায় সে সংখ্যা কম।

গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সর্বমোট এখনো ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৮৭ জন ভর্তি আছেন।

তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৮ হাজার তিনশ ৩১ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৮ হাজার দুইশ ৪৪ জন রোগী ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু রোগী ভর্তি শুরু হলেও এর ভয়াবহতা শুরু হয়েছিল জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে। এখন সে অবস্থা না থাকলেও প্রায় প্রতিদিনই এ রোগে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

আর পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।

এদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শনিবার (০২ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা রানী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।