ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিস সচেতনতা কর্মসূচিতে মেয়র আতিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
ডায়াবেটিস সচেতনতা কর্মসূচিতে মেয়র আতিক

ঢাকা: সচেতনতা বাড়াতে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১৬ নভেম্বর) উত্তরার ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ লেডিস ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন তিনি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে এদিন ‘আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ স্লোগানে পদযাত্রার আয়োজন করেন ঢাকা নর্থ লেডিস ক্লাবের সদস্যরা।

সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খান মোহাম্মদ বিলাল, ঢাকা নর্থ লেডিস ক্লাবের সভাপতি আরফিনা বিলাল প্রমুখ।

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।