রোববার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আইসিডিডিআর,বি-এর আয়োজনে তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিটি স্বাস্থ্যকর্মী সম্মেলন (সিএইচডব্লিউ) ২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
তিনি বলেন, আগে আমাদের দেশে কমিউনিটি ক্লিনিকগুলো দুই রুমের ছিল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট দিয়েছেন। সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
‘কমিউনিটি স্বাস্থ্যসেবার ব্যাপ্তি ও গুরুত্ব বাড়াতে হবে। বর্তমান সরকার প্রতিটি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করেছে। ’
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মহিউল ইসলাম প্রমুখ।
সম্মেলনে সর্বমোট ১৪১টি পোস্টার ও গবেষণা উপস্থাপনার সারসংক্ষেপ তুলে ধরা হয়। স্বল্প ও মধ্যম আয়ের দেশ থেকে ২০ জন নবীন অংশগ্রহণকারী তাদের সারসংক্ষেপের গুণগত মানের ভিত্তিতে বৃত্তির জন্য মনোনীত হয়েছেন।
এ সম্মেলন কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের সহায়তায় গ্রামীণ জনগোষ্ঠী কীভাবে অসংক্রামক রোগের মোকাবেলা করতে পারে তার একটি কৌশলপত্র প্রণয়নের সুপারিশ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৯
এসএমএকে/এমএ