সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ইনডোর এবং এন্ডোস্কপি সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, পেটে সামান্য কোনো গ্যাসট্রিকের সমস্যা হলেই মানুষ যত্রতত্র গ্যাসের ওষুধ কিনে খাচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, এই হাসপাতালে যে ধরনের চিকিৎসাসেবা রয়েছে তা গোটা উপমহাদেশের কোনো হাসপাতালে নেই। এই প্রতিষ্ঠান দেশের মানুষের চিকিৎসাসেবায় যথাযথভাবে কাজ করতে সর্বদা সচেষ্ট থাকবে।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক পরিচালক প্রফেসর মাহামুদ হাসান, ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক মোয়াররফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এমএএম/জেডএস