শনিবার (২১ ডিসেম্বর) ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের অডিটোরিয়ামে ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে সারা বিশ্বে ৫০ মিলিয়ন (পাঁচ কোটি) মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তর ও ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশনের মধ্যে বাংলাদেশে ডিমেনশিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণা, প্রশিক্ষণ, আক্রান্ত মানুষের সেবাসহ বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানের ২য় ধাপে ডিমেনশিয়ার বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট, চিকিৎসা, সেবা ও সমস্যা, বাংলাদেশে ডিমেনশিয়া নিয়ে কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যত করণীয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা ফ্রাঙ্ক শেফার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এমএএম/এইচজে