মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে আরও জানানো হয়, কিশোরগঞ্জে ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানে সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ স্বজল কুমার সাহা, কিশোরগঞ্জ হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, ডা. মোহাম্মদ মহসিন, ডা. তাজরিকা তৈয়াব প্রমুখসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।
প্রজেক্টরের মাধ্যমে ক্যাম্পেইনটির পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডা. আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসআরএস