ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মসিকে ৫০ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
মসিকে ৫০ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল ময়মনসিংহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩৩টি ওয়ার্ডের ৫১ হাজার ৮৭৬ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

শনিবার (১১ জানুয়ারি) সকালে মসিক চত্বরে সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিক্যাল অফিসার ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যনিটেশন কর্মকর্তা দীপক কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরীর ৩৩টি ওয়ার্ডে মোট ২৬২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে সাত হাজার ১৭৭ ও এক থেকে পাঁচ বছর বয়সী শিশু রয়েছে ৪৪ হাজার ৭১৯। এছাড়াও নগরীর বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন পয়েন্টে ১৪টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আওতায় এ কর্মসূচি চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০ 
একে/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।